Ajker Patrika

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো সিসিক মেয়র আরিফকে 

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৮: ০১
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো সিসিক মেয়র আরিফকে 

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে। আজ বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে তাঁকে ঢাকা আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।

এ নিয়ে ডা. জাহিদুল ইসলাম জানান, গত রোববার রাত আড়াইটার দিকে আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। এর পর রাত তিনটার দিকে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া গেছে।

সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ২০১৪ সালের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তখন তাঁর হার্টে একটি রিং পরানো হয়েছিল। হার্টের সমস্যার পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে। এর আগেও তিনি ঢাকায় চিকিৎসা করিয়েছিলেন। তাই এবারও উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় গেছেন। সেখানে ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হবেন। এনজিওগ্রামের প্রয়োজন হলে সেটা ঢাকায় করানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত