শিল্পী রাহুল আনন্দের বাড়িতে হামলায় সিলেটে গানে গানে প্রতিবাদ
‘সংস্কৃতিচর্চার পরিবেশ চাই, মৌলবাদের আগ্রাসন নয়’—স্লোগানে শিল্পী রাহুল আনন্দের বাড়িতে হামলা ও বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়ায় গান গেয়ে, বাদ্য বাজিয়ে প্রতিবাদ করেছেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা। রাহুল আনন্দের জনপ্রিয় গান ‘বকুল ফুল, বকুল ফুল সোনা দিয়া হাত কানও বান্ধাইলি’ গেয়ে শুরু হয় এই প্রতিবাদ।