বাজেট আওয়ামী লীগের ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে: সিপিডি
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, আমার ভুল না হলে—অধ্যায় ৩–এ স্পষ্টভাবে দুর্বৃত্তায়ন, করখেলাপি, ঋণখেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) কথা বলা হয়েছে। এখন যেটা (বাজেট) দেওয়া হচ্ছে, এটা অবশ্যই সাংঘর্ষিক। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, যে ধরনের দর্শন নিয়ে চলে, তার সঙ্গে আমরা মনে করি,