Ajker Patrika

ব্যাংকের আমানতকারী, ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ড. মোস্তাফিজুর

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২: ২২
ব্যাংকের আমানতকারী, ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ড. মোস্তাফিজুর

সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক পর্ষদ পুনর্গঠন এবং কিছু বড় শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের তথ্য চাওয়া অন্যদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বেসরকারি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান। 

গতকাল শনিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণ’ শীর্ষক এক বিতর্ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ বিতর্কের সঞ্চালনা করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, বিগত সময়ে ব্যাংক পরিচালনায় পরিবারতন্ত্র কায়েম করা হয়েছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। বড় প্রতিষ্ঠানগুলোয় বড় দুর্নীতি হয়েছে। সেই বাস্তবতায় দেশে একটা সংস্কার পিরিয়ড চলছে। ব্যাংক, আর্থিক খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনা হচ্ছে। সেখানে কিছু বড় শিল্প গ্রুপের আর্থিক লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে। কিছু ব্যাংক পর্ষদও পুনর্গঠন হচ্ছে। 

মোস্তাফিজ আরও বলেন, এগুলো সবই করা হচ্ছে ভালো কিছুর প্রত্যাশায়। সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই যার অন্যতম উদ্দেশ্য। এই নিয়ে ভালো ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়া কিংবা একই কারণে কোনো ব্যাংকের আমানতকারীর চিন্তিত হওয়ার কিছু নেই দাবি করেন এই অর্থনীতিবিদ। 

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের তো হাউজ ক্লিনিং করতে হবে। সেটাতে কিছু কিছু পেইন তৈরি হবে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের মধ্য ও দীর্ঘমেয়াদি গেইনের জন্য এই সাময়িক পেইন মেনে নিতে হবে। কারণ, অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ কোনো প্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে। বিশৃঙ্খলাকে আনা হচ্ছে শৃঙ্খলায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত