হল ভেঙে বানানো হচ্ছে গোডাউন
কুষ্টিয়া খোকসা উপজেলায় আশির দশকে পাটের গোডাউনে ভেঙে প্রথম সিনেমা হল তৈরি করা হয়েছিল। কর্মব্যস্ততার ফাঁকে নানা পেশার মানুষের ছবি দেখার আনন্দকে সঙ্গী করে চলতে থাকে মর্নিং, ম্যাটিনি ও নাইট শো। এরপর অল্প সময়ের মধ্যে এক কিলোমিটারের মধ্যে তিনটি প্রেক্ষাগৃহের জন্ম হয়। এরপর দুই যুগ দর্শক বিনোদন দিয়ে চলতে থা