প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আশির দশকে পাটের গোডাউন ভেঙে প্রথমে প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছিল। কর্মব্যস্ততার ফাঁকে নানা পেশার মানুষের সিনেমা দেখার আনন্দকে সঙ্গী করে চলতে থাকে মর্নিং, ম্যাটিনি ও নাইট শো। এরপর অল্প সময়ের মধ্যে এক কিলোমিটারের মধ্যে তিনটি প্রেক্ষাগৃহের জন্ম হয়। এরপর দুই যুগ দর্শক বিনোদন দিয়ে চলতে থাকে সুবর্ণা, অপর্ণা ও মনামী সিনেমা হল (প্রেক্ষাগৃহ)।
কিন্তু সময়ের পরিক্রমায় মানহীন চলচ্চিত্র, নোংরা পরিবেশ, অব্যবস্থাপনা ও অর্থের অভাবে অপর্ণা প্রেক্ষাগৃহটি বন্ধ হয়েছে এক বছর আগেই। এবার বন্ধ থাকা প্রেক্ষাগৃহটি ভেঙে গোডাউন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে খোকসার সুবর্ণা প্রেক্ষাগৃহের অবকাঠামো ভেঙে একটি অংশ গোডাউনে পরিণত করা হয়।
নিয়মিত খোকসার প্রেক্ষাগৃহগুলোয় সিনেমা দেখতেন রবিউল ইসলাম (৫৫)। তিনি জানান, আকাশ সংস্কৃতির আগ্রাসন আর সিনেমার সঙ্গে অশ্লীল কাটপিস সংযোজনের কারণে দর্শকেরা প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে ক্রমাগত লোকসানের মুখে পড়ে সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিতে বাধ্য হন প্রেক্ষাগৃহের মালিকেরা।
কথা হয় সুবর্ণা ও অপর্ণা প্রেক্ষাগৃহের মালিক আমজাদ হোসেন খোকনের সঙ্গে। তিনি জানান, সুবর্ণা প্রেক্ষাগৃহটি ১১ বছর আগেই বন্ধ হয়ে গেছে। পরে সেটি ভেঙে একটি অংশে গোডাউন করা হয়েছে। ভবনটির বাকি অংশ এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অপরদিকে এক বছর ধরে অপর্ণা প্রেক্ষাগৃহটিও বন্ধ রয়েছে। এ জন্য তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রেক্ষাগৃহটি ভেঙে গোডাউনে রূপান্তর করার উদ্যোগ নিয়েছেন। বাকি অংশ একটি ব্যাংকের কাছে ভাড়া দিয়েছেন।
তিনি আক্ষেপ করে বলেন, প্রেক্ষাগৃহ বন্ধের পেছনে একদিকে প্রযুক্তির অপব্যবহার, অন্যদিকে দেশি-বিদেশি ষড়যন্ত্র দায়ী। পরিকল্পিতভাবে চলচ্চিত্রশিল্পকে ধ্বংস করা হয়েছে।
সরকার প্রণোদনার মাধ্যমে সিনেমা ব্যবসার সুদিন ফেরাতে চায়। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রণোদনার ঋণের সুদ ৪ শতাংশ বলা হলেও প্রকৃতপক্ষে ৯ শতাংশে গিয়ে দাঁড়াবে। ফলে সিনেমা ব্যবসা আর ঘুরে দাঁড়াবে না।’
সুবর্ণা ও অপর্ণা ছাড়াও খোকসায় আশির দশকে নির্মিত মনামী প্রেক্ষাগৃহটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কিছুদিন আগেও ঈদ ও পূজার উৎসবে দর্শক হলেও এখন আর কেউ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসে না।
কেবল ভালো মানের ছবি নয় প্রেক্ষাগৃহের পরিবেশ উন্নত করা গেলে আবারও দর্শক প্রেক্ষাগৃহমুখী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আশির দশকে পাটের গোডাউন ভেঙে প্রথমে প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছিল। কর্মব্যস্ততার ফাঁকে নানা পেশার মানুষের সিনেমা দেখার আনন্দকে সঙ্গী করে চলতে থাকে মর্নিং, ম্যাটিনি ও নাইট শো। এরপর অল্প সময়ের মধ্যে এক কিলোমিটারের মধ্যে তিনটি প্রেক্ষাগৃহের জন্ম হয়। এরপর দুই যুগ দর্শক বিনোদন দিয়ে চলতে থাকে সুবর্ণা, অপর্ণা ও মনামী সিনেমা হল (প্রেক্ষাগৃহ)।
কিন্তু সময়ের পরিক্রমায় মানহীন চলচ্চিত্র, নোংরা পরিবেশ, অব্যবস্থাপনা ও অর্থের অভাবে অপর্ণা প্রেক্ষাগৃহটি বন্ধ হয়েছে এক বছর আগেই। এবার বন্ধ থাকা প্রেক্ষাগৃহটি ভেঙে গোডাউন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে খোকসার সুবর্ণা প্রেক্ষাগৃহের অবকাঠামো ভেঙে একটি অংশ গোডাউনে পরিণত করা হয়।
নিয়মিত খোকসার প্রেক্ষাগৃহগুলোয় সিনেমা দেখতেন রবিউল ইসলাম (৫৫)। তিনি জানান, আকাশ সংস্কৃতির আগ্রাসন আর সিনেমার সঙ্গে অশ্লীল কাটপিস সংযোজনের কারণে দর্শকেরা প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে ক্রমাগত লোকসানের মুখে পড়ে সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিতে বাধ্য হন প্রেক্ষাগৃহের মালিকেরা।
কথা হয় সুবর্ণা ও অপর্ণা প্রেক্ষাগৃহের মালিক আমজাদ হোসেন খোকনের সঙ্গে। তিনি জানান, সুবর্ণা প্রেক্ষাগৃহটি ১১ বছর আগেই বন্ধ হয়ে গেছে। পরে সেটি ভেঙে একটি অংশে গোডাউন করা হয়েছে। ভবনটির বাকি অংশ এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অপরদিকে এক বছর ধরে অপর্ণা প্রেক্ষাগৃহটিও বন্ধ রয়েছে। এ জন্য তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রেক্ষাগৃহটি ভেঙে গোডাউনে রূপান্তর করার উদ্যোগ নিয়েছেন। বাকি অংশ একটি ব্যাংকের কাছে ভাড়া দিয়েছেন।
তিনি আক্ষেপ করে বলেন, প্রেক্ষাগৃহ বন্ধের পেছনে একদিকে প্রযুক্তির অপব্যবহার, অন্যদিকে দেশি-বিদেশি ষড়যন্ত্র দায়ী। পরিকল্পিতভাবে চলচ্চিত্রশিল্পকে ধ্বংস করা হয়েছে।
সরকার প্রণোদনার মাধ্যমে সিনেমা ব্যবসার সুদিন ফেরাতে চায়। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রণোদনার ঋণের সুদ ৪ শতাংশ বলা হলেও প্রকৃতপক্ষে ৯ শতাংশে গিয়ে দাঁড়াবে। ফলে সিনেমা ব্যবসা আর ঘুরে দাঁড়াবে না।’
সুবর্ণা ও অপর্ণা ছাড়াও খোকসায় আশির দশকে নির্মিত মনামী প্রেক্ষাগৃহটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কিছুদিন আগেও ঈদ ও পূজার উৎসবে দর্শক হলেও এখন আর কেউ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসে না।
কেবল ভালো মানের ছবি নয় প্রেক্ষাগৃহের পরিবেশ উন্নত করা গেলে আবারও দর্শক প্রেক্ষাগৃহমুখী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৮ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৯ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৩ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৩ ঘণ্টা আগে