বিনোদন প্রতিবেদক
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বড় আয়োজনের কোনো ছবি মুক্তি পায়নি। তাই প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল মধুমিতা সিনেমা হল। অবশেষে আগামী শুক্রবার হলটি খুলছে।
শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ দিয়ে মধুমিতার নতুন শুরু হচ্ছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। সরকার প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার ঘোষণার পর বেশির ভাগ প্রেক্ষাগৃহ চালু হলেও মধুমিতা বন্ধই ছিল।
তারা বলে আসছিল, প্রেক্ষাগৃহ খোলার মতো সিনেমা যখনই আসবে, তখনই হলের তালা খোলা হবে। সিনেমা হলটির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ জানালেন, ২৫ জুন হল খুলে দেওয়া হচ্ছে। শাকিব খান অভিনীত বড় বাজেটের সিনেমা মুক্তির কারণে প্রেক্ষাগৃহটি খুলতে ভরসা পেয়েছেন বলে জানালেন নওশাদ।
নওশাদ বলেন, ‘মানসম্পন্ন ছবি মুক্তি না পাওয়ায় আমরা হল বন্ধ রেখেছিলাম। শাকিব খানের ছবিটি দিয়ে ১৪ মাস পর মধুমিতার পর্দা উঠছে। ছবি না চললে আবার বন্ধও করে দিতে পারি। কারণ, হল চালাতে যে খরচ তার চেয়ে বন্ধ রাখা ভালো’
বিভিন্ন হল কর্তৃপক্ষ বলছে, কোরবানি ঈদের বড় আয়োজনে ছবি মুক্তি পেলে তারা ছবি প্রদর্শন চালিয়ে যাবে। নতুবা প্রেক্ষাগৃহ বন্ধ রাখবে। তবে ঈদের আগের সময়টা একরকম ছবি ছাড়াই আছে সিনেমা হলগুলো।
শাকিব খানের আলোচিত ছবি ‘নবাব এলএলবি’ ২৫ জুন দেশজুড়ে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। অন্যদিকে স্টার সিনেপ্লেক্স খুলেছে আরও আগেই। বর্তমানে হলিউডের ব্যবসাসফল দুই সিনেমা ‘দ্য কনজ্যুরিং’ ও ‘ক্রুয়েলা’ চলছে সেখানে। ঢাকার অন্যতম পুরোনো হল ‘বলাকা’, ‘জোনাকী’, ‘অভিসার’ ও ‘নেপচুন’ খুলেছে আগেই। তবে পুরোনো সিনেমাই চলছে সেখানে।
পুরান ঢাকায় অবস্থিত অভিসার সিনেমা হল। একই ভবনে নেপচুন সিনেমা হল। অভিসার হলে ৩০ বছর ধরে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন মাহবুবুর রহমান খোকন। তিনি বলেন, হল খুললেও দর্শক নেই। দর্শক টানার জন্য এখন পরপর ভালো সিনেমা মুক্তি দিতে হবে।
সিনেমা হলগুলো খুললেও শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছাড়া অন্য কোনো ছবি এই মুহূর্তে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে না। করোনা মহামারির কারণে গত ১৫ মাসে অনেক বড় ক্ষতির মুখে দেশের চলচ্চিত্র শিল্প। ২৫টির বেশি বড় বাজেটের সিনেমার শুটিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে অনেকগুলোর কাজ সম্পূর্ণ শেষ। কয়েকটি নির্মাণাধীন। পোস্ট প্রোডাকশনেও আছে কিছু ছবি।
জানা গেছে, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ এসব সিনেমায়। বড় বাজেটের এসব ছবিগুলোর তালিকায় আছে- ‘মিশন এক্সট্রিম’, ‘বিদ্রোহী’, ‘অন্তরাত্মা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’, ‘শান’, ‘বিক্ষোভ’,‘জ্বীন’,‘হাওয়া’, ‘পাপপুণ্য’,‘পরান’,‘দামাল’,‘ক্যাসিনো’, ‘ওস্তাদ’,‘মুখোশ’, ‘চোখ’ ও ‘লিডার- আমিই বাংলাদেশ’।
তবু এই মুহূর্তে সিনেমা মুক্তি দিতে এগিয়ে আসছেন না কোনো প্রযোজক। অচিরেই সিনেমা হল স্বাভাবিক অবস্থায় আসার কোনো সম্ভাবনা নেই। এই বড় বাজেটের সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিরও কোনো সম্ভাবনা নেই। সিনেমা হলেই এগুলো মুক্তি দিতে চান সিনেমাসংশ্লিষ্টরা।
ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ বলেন, ‘যতটুকু জেনেছি আমার অভিনীত যে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে, সেগুলো হলেই মুক্তির দেওয়ার চিন্তা প্রযোজকের।’
গত ঈদে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ১১০টি সিনেমা হল খোলা হয়েছিল। কিন্তু বিভিন্ন জেলার স্থানীয় প্রশাসন ঈদে বেশ কিছু সিনেমা হল বন্ধ করে দেয়। ফলে চরম সংকটে পড়েছে চলচ্চিত্রশিল্প।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ কুমার দাস জানান, ঈদের পর বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল। যদিও সরকারি নির্দেশনায় সিনেমা হল বন্ধের কথা ছিল না।
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বড় আয়োজনের কোনো ছবি মুক্তি পায়নি। তাই প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল মধুমিতা সিনেমা হল। অবশেষে আগামী শুক্রবার হলটি খুলছে।
শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ দিয়ে মধুমিতার নতুন শুরু হচ্ছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। সরকার প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার ঘোষণার পর বেশির ভাগ প্রেক্ষাগৃহ চালু হলেও মধুমিতা বন্ধই ছিল।
তারা বলে আসছিল, প্রেক্ষাগৃহ খোলার মতো সিনেমা যখনই আসবে, তখনই হলের তালা খোলা হবে। সিনেমা হলটির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ জানালেন, ২৫ জুন হল খুলে দেওয়া হচ্ছে। শাকিব খান অভিনীত বড় বাজেটের সিনেমা মুক্তির কারণে প্রেক্ষাগৃহটি খুলতে ভরসা পেয়েছেন বলে জানালেন নওশাদ।
নওশাদ বলেন, ‘মানসম্পন্ন ছবি মুক্তি না পাওয়ায় আমরা হল বন্ধ রেখেছিলাম। শাকিব খানের ছবিটি দিয়ে ১৪ মাস পর মধুমিতার পর্দা উঠছে। ছবি না চললে আবার বন্ধও করে দিতে পারি। কারণ, হল চালাতে যে খরচ তার চেয়ে বন্ধ রাখা ভালো’
বিভিন্ন হল কর্তৃপক্ষ বলছে, কোরবানি ঈদের বড় আয়োজনে ছবি মুক্তি পেলে তারা ছবি প্রদর্শন চালিয়ে যাবে। নতুবা প্রেক্ষাগৃহ বন্ধ রাখবে। তবে ঈদের আগের সময়টা একরকম ছবি ছাড়াই আছে সিনেমা হলগুলো।
শাকিব খানের আলোচিত ছবি ‘নবাব এলএলবি’ ২৫ জুন দেশজুড়ে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। অন্যদিকে স্টার সিনেপ্লেক্স খুলেছে আরও আগেই। বর্তমানে হলিউডের ব্যবসাসফল দুই সিনেমা ‘দ্য কনজ্যুরিং’ ও ‘ক্রুয়েলা’ চলছে সেখানে। ঢাকার অন্যতম পুরোনো হল ‘বলাকা’, ‘জোনাকী’, ‘অভিসার’ ও ‘নেপচুন’ খুলেছে আগেই। তবে পুরোনো সিনেমাই চলছে সেখানে।
পুরান ঢাকায় অবস্থিত অভিসার সিনেমা হল। একই ভবনে নেপচুন সিনেমা হল। অভিসার হলে ৩০ বছর ধরে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন মাহবুবুর রহমান খোকন। তিনি বলেন, হল খুললেও দর্শক নেই। দর্শক টানার জন্য এখন পরপর ভালো সিনেমা মুক্তি দিতে হবে।
সিনেমা হলগুলো খুললেও শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছাড়া অন্য কোনো ছবি এই মুহূর্তে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে না। করোনা মহামারির কারণে গত ১৫ মাসে অনেক বড় ক্ষতির মুখে দেশের চলচ্চিত্র শিল্প। ২৫টির বেশি বড় বাজেটের সিনেমার শুটিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে অনেকগুলোর কাজ সম্পূর্ণ শেষ। কয়েকটি নির্মাণাধীন। পোস্ট প্রোডাকশনেও আছে কিছু ছবি।
জানা গেছে, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ এসব সিনেমায়। বড় বাজেটের এসব ছবিগুলোর তালিকায় আছে- ‘মিশন এক্সট্রিম’, ‘বিদ্রোহী’, ‘অন্তরাত্মা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’, ‘শান’, ‘বিক্ষোভ’,‘জ্বীন’,‘হাওয়া’, ‘পাপপুণ্য’,‘পরান’,‘দামাল’,‘ক্যাসিনো’, ‘ওস্তাদ’,‘মুখোশ’, ‘চোখ’ ও ‘লিডার- আমিই বাংলাদেশ’।
তবু এই মুহূর্তে সিনেমা মুক্তি দিতে এগিয়ে আসছেন না কোনো প্রযোজক। অচিরেই সিনেমা হল স্বাভাবিক অবস্থায় আসার কোনো সম্ভাবনা নেই। এই বড় বাজেটের সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিরও কোনো সম্ভাবনা নেই। সিনেমা হলেই এগুলো মুক্তি দিতে চান সিনেমাসংশ্লিষ্টরা।
ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ বলেন, ‘যতটুকু জেনেছি আমার অভিনীত যে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে, সেগুলো হলেই মুক্তির দেওয়ার চিন্তা প্রযোজকের।’
গত ঈদে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ১১০টি সিনেমা হল খোলা হয়েছিল। কিন্তু বিভিন্ন জেলার স্থানীয় প্রশাসন ঈদে বেশ কিছু সিনেমা হল বন্ধ করে দেয়। ফলে চরম সংকটে পড়েছে চলচ্চিত্রশিল্প।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ কুমার দাস জানান, ঈদের পর বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল। যদিও সরকারি নির্দেশনায় সিনেমা হল বন্ধের কথা ছিল না।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে