বুকে তাঁর বিয়ের ব্যথা
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এক তরুণী। সব শুনে-বুঝে চিকিৎসক তাঁকে এমন এক ওষুধ দিলেন, যাতে তাঁর বুকের ব্যথা উধাও। জীবনের ব্যথাও হয়তো আপাতত কমল, একেবারে গেল কি না, বোঝা যাবে আরও পরে। তরুণীর প্রেমিককে হাসপাতালে ডেকে এনে বিয়ে দিয়ে দিয়েছেন চিকিৎসক– এটাই ওষুধ, এটাই পথ্য।