Ajker Patrika

২১ দিন পরেও খোঁজ মেলেনি মাসুমের

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২: ৩০
২১ দিন পরেও খোঁজ মেলেনি মাসুমের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের ২১ দিন পার হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মো. মাসুম (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীর।

এ ঘটনায় অপহৃত ব্যবসায়ী মাসুমের মা মাকসুদা বেগম বাদী হয়ে গত ৭ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৯ জানুয়ারি পুলিশ সুপার ও র‍্যাব-১১-এর অধিনায়ক বরাবর অভিযোগ করেন। কিন্তু অপহরণের ২১ দিন পরও ছেলের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরো পরিবার।

নিখোঁজ মুরগি ব্যবসায়ী মাসুম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আহাদ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি দিবাগত রাত দেড়টায় প্রতিদিনের মতো ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার নিজ বাসা থেকে বের হন মাসুম। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার লক্ষ্মীনারায়ণ মাঝিপাড়া হাইস্কুলের সামনে মুরগি কেনার জন্য যান তিনি। তাঁর সঙ্গে তখন মুরগি কেনার জন্য নগদ ৪০ হাজার টাকা ছিল। এ সময় অজ্ঞাত পরিচয় চারজন লোক তাঁকে ডাক দিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান। মোটরসাইকেল দুটির নম্বর ও তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাও জানা যায়নি।

রাত আনুমানিক ২টার সময় মিলন নামে একজন লোক মাসুমের ছেলে পারভেজকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে পারভেজ ও তাঁর ফুপা মনির হোসেন ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে পারেন। উপস্থিত স্থানীয় ব্যক্তিরা জানান যে, অজ্ঞাত ওই ব্যক্তিদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। বর্তমানে মাসুমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আজকের পত্রিকাকে জানান, ব্যবসায়ী মাসুমের অপহরণের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে অপহৃতের পরিবার। অপহৃত ব্যবসায়ী মাসুমের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত