Ajker Patrika

৩ বছরের সাজা এড়াতে ১৬ বছর পাগল সেজে ছিলেন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৯: ০৪
৩ বছরের সাজা এড়াতে ১৬ বছর পাগল সেজে ছিলেন

রায়ের ১৬ বছর পর নিজামউদ্দিন (৬৮) নামে তিন বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। গত বুধবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার পোলবাসুনদো গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নিজামউদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার করা আসামি নারায়ণগঞ্জের বন্দর থানার ১৯৯৭ সালের একটি মামলায় অভিযুক্ত হন এবং পরে ২০০৬ সালে আদালত আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি ছদ্মবেশ ধারণ করে ‘পাগল’ সেজে সিদ্ধিরগঞ্জ ছেড়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন। এ সময় তিনি নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক পরিচয় দেন।

পুলিশ আরও জানায়, ওই আসামি এত দিন কবিরাজি, তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি তাঁর শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রামে ‘ভণ্ড পাগল’ হিসেবে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, নিজামউদ্দিনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময়ে খোঁজ নিয়ে তাঁর অবস্থান জানা সম্ভব হচ্ছিল না। পরে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে পরে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত