শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তাঁর ভাই-ভাতিজাকে জেতাতে কারাগারের সেলে বসেই মোবাইল ফোনে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। এ ফোন কল ভাইরাল হওয়ার পর থেকেই সিদ্ধিরগঞ্জে চলছে নানা আলোচনা-সমালোচনা।
তবে গতকাল মঙ্গলবার এলাকায় ঘুরে জানা যায়, এ বিষয়ে নূর হোসেনের ভাতিজা ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহাজালাল বাদলের তেমন কোনো প্রতিক্রিয়া নেই। তিনি তাঁর মতো করেই গণসংযোগ করে যাচ্ছেন। অন্য দিকে অন্য প্রার্থীদের মতো নূর হোসেনের ভাই ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী নূর উদ্দিনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনিও এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করছেন।
৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকার বাসিন্দা হাসান মাহমুদ বলেন, ‘কল রেকর্ড ফাঁস হওয়ার পর এলাকার মানুষের মধ্যে একধরনের ভয় কাজ করছে। এখন প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এতে তাঁর অনেক ভোট কমে যাবে।’
অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘কল রেকর্ড ফাঁস হওয়ার পর থেকেই আমাদের এলাকায় একটা থমথমে পরিবেশ থাকলেও এখন আর তা নেই। অন্য প্রার্থীদের মতো নূর উদ্দিনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে মাঝখানে কয় দিন প্রচারে কম দেখা গেলেও এখন তাঁকে প্রচারণায় দেখা যায়।’
এ বিষয়ে শাহ জালাল বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটি একটি নির্বাচনী কৌশল। ৩ নম্বর ওয়ার্ডবাসীর ভালোবাসা হচ্ছে আমার মূল পুঁজি। এ কল রেকর্ডে আমার কোনো সমস্যা নেই, এতে আমার জনপ্রিয়তা বেড়েছে। আমি প্রতিনিয়ত সবার ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছি। এলাকার তরুণ ভোটারদেরও আমি প্রচুর সাড়া পাচ্ছি।’
এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে নূর উদ্দিন বলেন, ‘আমি কোনো কথা বলতে রাজি না। আপনারা সরেজমিনে এসে দেখে যান।’
আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তাঁর ভাই-ভাতিজাকে জেতাতে কারাগারের সেলে বসেই মোবাইল ফোনে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। এ ফোন কল ভাইরাল হওয়ার পর থেকেই সিদ্ধিরগঞ্জে চলছে নানা আলোচনা-সমালোচনা।
তবে গতকাল মঙ্গলবার এলাকায় ঘুরে জানা যায়, এ বিষয়ে নূর হোসেনের ভাতিজা ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহাজালাল বাদলের তেমন কোনো প্রতিক্রিয়া নেই। তিনি তাঁর মতো করেই গণসংযোগ করে যাচ্ছেন। অন্য দিকে অন্য প্রার্থীদের মতো নূর হোসেনের ভাই ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী নূর উদ্দিনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনিও এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করছেন।
৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকার বাসিন্দা হাসান মাহমুদ বলেন, ‘কল রেকর্ড ফাঁস হওয়ার পর এলাকার মানুষের মধ্যে একধরনের ভয় কাজ করছে। এখন প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এতে তাঁর অনেক ভোট কমে যাবে।’
অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘কল রেকর্ড ফাঁস হওয়ার পর থেকেই আমাদের এলাকায় একটা থমথমে পরিবেশ থাকলেও এখন আর তা নেই। অন্য প্রার্থীদের মতো নূর উদ্দিনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে মাঝখানে কয় দিন প্রচারে কম দেখা গেলেও এখন তাঁকে প্রচারণায় দেখা যায়।’
এ বিষয়ে শাহ জালাল বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটি একটি নির্বাচনী কৌশল। ৩ নম্বর ওয়ার্ডবাসীর ভালোবাসা হচ্ছে আমার মূল পুঁজি। এ কল রেকর্ডে আমার কোনো সমস্যা নেই, এতে আমার জনপ্রিয়তা বেড়েছে। আমি প্রতিনিয়ত সবার ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছি। এলাকার তরুণ ভোটারদেরও আমি প্রচুর সাড়া পাচ্ছি।’
এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে নূর উদ্দিন বলেন, ‘আমি কোনো কথা বলতে রাজি না। আপনারা সরেজমিনে এসে দেখে যান।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪