Ajker Patrika

কল রেকর্ড ফাঁসেও সমস্যা নেই নূর হোসেনের ভাই-ভাতিজার

শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০: ২৭
কল রেকর্ড ফাঁসেও সমস্যা নেই নূর হোসেনের ভাই-ভাতিজার

আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তাঁর ভাই-ভাতিজাকে জেতাতে কারাগারের সেলে বসেই মোবাইল ফোনে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। এ ফোন কল ভাইরাল হওয়ার পর থেকেই সিদ্ধিরগঞ্জে চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে গতকাল মঙ্গলবার এলাকায় ঘুরে জানা যায়, এ বিষয়ে নূর হোসেনের ভাতিজা ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহাজালাল বাদলের তেমন কোনো প্রতিক্রিয়া নেই। তিনি তাঁর মতো করেই গণসংযোগ করে যাচ্ছেন। অন্য দিকে অন্য প্রার্থীদের মতো নূর হোসেনের ভাই ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী নূর উদ্দিনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনিও এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করছেন।

৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকার বাসিন্দা হাসান মাহমুদ বলেন, ‘কল রেকর্ড ফাঁস হওয়ার পর এলাকার মানুষের মধ্যে একধরনের ভয় কাজ করছে। এখন প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এতে তাঁর অনেক ভোট কমে যাবে।’

অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘কল রেকর্ড ফাঁস হওয়ার পর থেকেই আমাদের এলাকায় একটা থমথমে পরিবেশ থাকলেও এখন আর তা নেই। অন্য প্রার্থীদের মতো নূর উদ্দিনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে মাঝখানে কয় দিন প্রচারে কম দেখা গেলেও এখন তাঁকে প্রচারণায় দেখা যায়।’

এ বিষয়ে শাহ জালাল বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটি একটি নির্বাচনী কৌশল। ৩ নম্বর ওয়ার্ডবাসীর ভালোবাসা হচ্ছে আমার মূল পুঁজি। এ কল রেকর্ডে আমার কোনো সমস্যা নেই, এতে আমার জনপ্রিয়তা বেড়েছে। আমি প্রতিনিয়ত সবার ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছি। এলাকার তরুণ ভোটারদেরও আমি প্রচুর সাড়া পাচ্ছি।’

এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে নূর উদ্দিন বলেন, ‘আমি কোনো কথা বলতে রাজি না। আপনারা সরেজমিনে এসে দেখে যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত