Ajker Patrika

২৫ টাকার গোলাপের দাম বেড়ে ১২০ টাকা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৭
২৫ টাকার গোলাপের দাম বেড়ে ১২০ টাকা

আজ বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি বরণ করে নিতে চাই রঙিন ফুল। বিশেষ করে তরুণীরা সাজে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ক্রাউন পরে। ক্রাউন থাকবে মাথায়। ক্রাউনে ফুলের মধ্যে প্রধানত থাকবে একটি লাল গোলাপ।

সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ফুলের দোকানের পাশাপাশি পাইনাদি নতুন মহল্লা, দোয়েল চত্বর, শাপলা চত্বর, মুক্তিনগর, শিমরাইল, আঁটিগ্রাম, গোদনাইল, জালকুড়িসহ আশপাশের এলাকায় রাস্তার পাশে গলির মুখে বসেছে ছোট ছোট ফুলের দোকান।

সিদ্ধিরগঞ্জের পাইকারি ফুল বিক্রেতা আবু মুসার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর করোনার সংক্রমণ বেশি থাকায় বাইরে তেমন কেউ বের হয়নি। তবে এবার সংক্রমণ নেই বললেই চলে। তা ছাড়া এবার লকডাউন নেই। তাই অনেকেই এই দিনে বের হবেন বলে আশা করছেন।

মেহেদী হাসান সোহাগ একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভালোবাসা দিবসে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ফুল কিনতে এসেছেন। তিনি বলেন, ‘অন্য দিনের চেয়ে আজ ফুলের দাম বেশি। এর আগে আমি ফুল কিনেছি, তখন গোলাপ প্রতিটি ২০ থেকে ২৫ টাকা আর রজনীগন্ধা ১০ থেকে ১৫ টাকা দাম ছিল। কিন্তু আজ প্রতিটি গোলাপ ৯০ থেকে ১২০ টাকা, রজনীগন্ধা ২০-২৫ টাকা ও ক্রাউন ১০০ থেকে ২০০ টাকা দরে কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, কী আর করার, প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে দাম দিয়েই কিনতে হচ্ছে ফুল।’

ফুলের দাম বেশি কেন জানতে চাইলে ফুল ব্যবসায়ী রিয়াজ বলেন, ‘বিশেষ দিনগুলোতে ফুল বেশি আনা হয়। এ ছাড়া শাহবাগ থেকে ফুল কিনে দোকান পর্যন্ত এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অর্ধশত ফুল নষ্ট হয়ে যায়। তা ছাড়া ভালোবাসা দিবস এলেই আমাদের চওড়া দামে ফুল কিনে আনতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত