সালাহ-নুনেজে উদ্ধার লিভারপুল
অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জর্ডান হ্যান্ডারসনের ২৫ গজ দূর থেকে নেওয়া শটটা যদি ক্রসবারে না লাগতো, হোঁচট খেতে হতো না লিভারপুলকে। তবে ভাগ্যও ভালো তাদের। লিগে উঠে আসা ফুলহামের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও ইউর্গেন ক্লপের দল মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে। প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ