Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগে সালাহর দ্রুততম হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১২: ৪৩
Thumbnail image

মৌসুমটা ভালো যাচ্ছিল না মোহাম্মদ সালাহর। বাজে ফর্মের কারণে একাদশেও জায়গা হারিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্সের বিপক্ষে তিনি মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। বদলি হিসেবে নেমেই মিসরীয় ফরোয়ার্ড রেকর্ড গড়েছেন চ্যাম্পিয়নস লিগে। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকটি করেছেন এই স্ট্রাইকার।

৬৮ মিনিটে ডারউইন নুনেজের বদলি হিসেবে মাঠে নামেন সালাহ। এ সময় লিভারপুল এগিয়ে ছিল ৩-১ গোলে। বদলি হিসেবে নেমে কার্যত শেষ হওয়া ম্যাচটির সব আলো কেড়ে নিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করেছেন তিনি। মাত্র ৬ মিনিটে হ্যাটট্রিকটি পূর্ণ করেছেন এই স্ট্রাইকার। ৭৫ মিনিটে নিজের প্রথম গোল করেন। এরপর ৮০ ও ৮১ মিনিটে ২ গোল করে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। সবকটি গোলে সহায়তা করেছেন দিয়াগো জোতা। এর আগে রেকর্ডটি ছিল ফরাসি ফরোয়ার্ড বাফেতিমবি গোমিজের। ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে সাত মিনিটে ৩ গোল করেছিলেন সাবেক লিঁও স্ট্রাইকার।

হ্যাটট্রিকের রেকর্ডের দিন আরও বেশ কিছু মাইলফলক অর্জন করেছেন সালাহ। প্রিমিয়ার লিগ ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তাঁর। মিসরীয় ফরোয়ার্ডের গোলসংখ্যা ৩৮। এত দিন ৩৬ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন চেলসির দিদিয়ের দ্রগবা ও ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো।

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে আফ্রিকান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল সালাহর। ৪৫ গোল নিয়ে সবার শীর্ষে এখন তিনি। সালাহ এদিন চেলসি কিংবদন্তি দ্রগবার রেকর্ড ভেঙেছেন। এত দিন ৪৪ গোল নিয়ে আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন দ্রগবা।

সালাহর রেকর্ডের দিনে রেঞ্জার্সের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় পেয়েছে লিভারপুল। তাঁর হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো। আর একটি করে গোল করেছেন ডারউইন নুনেজ ও হার্ভে এলিয়ট। রেঞ্জার্সের হয়ে একমাত্র গোলটি করেছেন স্কোট আরফিল্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত