Ajker Patrika

মেসিকে টপকে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হলেন লেভানডফস্কি

মেসিকে টপকে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হলেন লেভানডফস্কি

ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন রবার্ট লেভানডফস্কি। সেরা হওয়ার পথে লেভা টপকেছেন লিওনেল মেসি ও মোহামেদ সালাহকে।

ব্যালন ডি'অর না জেতায় আক্ষেপ ছিল লেভানডফস্কির মনে। বায়ার্ন মিউনিখ তারকার সেই আক্ষেপ এবার কিছুটা হলেও দূর হলো। ২০২১ সালে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই পোলিশ তারকা। গত বছরও এই পুরস্কার জিতেছিলেন লেভা। 

ব্যালন ডি'অর জেতার পর ফিফা বর্ষসেরার দৌড়ে অনেকে এগিয়ে রেখেছিলেন মেসিকে। কিন্তু লেভার কাছে এবার হার মানতে হলো মেসিকে। গত মৌসুমে একের পর এক গোল করে একাধিক রেকর্ড ভাঙেন লেভা। 

নারীদের ফিফা দ্য বেস্ট খেতাব জিতেছেন বার্সার স্প্যানিশ তারকা এলেক্সিয়া পুতেয়াস। এর আগে ব্যালন ডি'অরও জিতেছিলেন তিনি। 

বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো জার্মান কোচ থমাস টুখেল। আর সেরা গোলের পুসকাস এওয়ার্ড জিতেছেন সেভিয়ার আর্জেন্টাইন তারকা এরিক লামেলা। তবে যে গোলের তিনি জন্য পুরস্কার জিতেছেন সেটি করেছিলেন টটেনহামের হয়ে৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত