Ajker Patrika

মিসরের হারের পর সালাহকে ‘অকর্মা’ বললেন সমর্থকেরা

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭: ৫০
মিসরের হারের পর সালাহকে ‘অকর্মা’ বললেন সমর্থকেরা

মিসরের সবচেয়ে বড় তারকা তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে দারুণ ছন্দেও আছেন। আফ্রিকান কাপ অব নেশনসেও মিসরের বড় নির্ভরতার নাম মোহামেদ সালাহ। কিন্তু আসরে নিজেদের প্রথম ম্যাচে সালাহকে যেন খুঁজেই পাওয়া গেল না। 

সালাহর নিষ্প্রভ থাকার রাতে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে মিশর। হারের পর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আছেন সালাহ। 

ক্যামেরুনে আয়োজিত টুর্নামেন্টটিতে গত রাতে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই পিছিয়ে ছিল মিশর। সালাহকেও দেখা যায়নি সেরা ছন্দে। দলের হারের পর তাই মূল ঝড়টা গেছে তাঁর ওপর দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিসরীয় ভক্ত কটাক্ষ করে লিখেছেন, ‘সবাই শুধু শুধু সালাহর সমালোচনা করছে, সে তো আজকে খেলেইনি।’ 

কাই নামে আরেকজনের টুইট, ‘সালাহ দৌড়ানোর জন্য জায়গা পায়নি। আরেকবার কঠিন ম্যাচে নিজেকে অকর্মা প্রমাণ করল সে।’ আরেকজন লিখেছেন, ‘একই সময়ে দুই ডিফেন্ডার সালাহকে পরাস্ত করল। আমি কাঁদছি। আফ্রিকান কাপ অব নেশনস কোনো ছেলেখেলা না।’ 

সালাহর সমালোচনা করার সময় কেউ কেউ তাঁর ক্লাব লিভারপুলকেও টেনে এনেছে। একজন লিখেছেন, ‘লিভারপুলের স্কোয়াড ছাড়া সালাহকে বেশ অকার্যকর মনে হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত