বাজারে আসছে ইলন মাস্কের স্মার্টফোন, পৃথিবী থেকে মঙ্গলে হবে যোগাযোগ—দাবির ভিত্তি কী
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এই বছরের শেষে টেসলা পাই ফোন বাজারে লঞ্চ করবেন ইলন মাস্ক। আর এই ফোনে এমন তিনটি ফিচার আছে, যা অন্য কোনো ফোনে নেই। ফিচার তিনটি হলো: এই ফোনে চার্জ দিতে হবে না, এটি স্বয়ংক্রিয়ভাবে সৌরশক্তিতে রিচার্জ হবে।