অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেপ্তারকৃত ব্যক্তি নাম নাজমুল এহসান নাঈম (২০)। যিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ময়মনসিংহ সদর এলাকা থেকে জেলা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশনের সূত্র জানায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে যে ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অংশ পোস্ট করে প্রচারণা চালানো হচ্ছে।
পোস্টে দাবি করা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫–এর প্রশ্ন তাদের কাছে রয়েছে এবং অর্থের বিনিময়ে তা সরবরাহ করা হবে। প্রশ্নপত্র সংগ্রহে ইচ্ছুকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়।
প্রতারণার ফাঁদটি আরও স্পষ্ট হয়, যখন পোস্টে বলা হয়, ১২ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাওয়া যাবে। এর মধ্যে অগ্রিম ছয় হাজার টাকা প্রদান করতে হবে এবং পরীক্ষা শেষে বাকি টাকা দিতে হবে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত চালিয়ে ডিবি টিম প্রতারকের অবস্থান নিশ্চিত করে। এরপর ময়মনসিংহ সদর এলাকায় অভিযান চালিয়ে নাজমুল এহসান নাঈমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেন যে পোস্টে দেওয়া প্রশ্নপত্রের অংশটি সম্পূর্ণ ভুয়া। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই ছিল তাঁর উদ্দেশ্য।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কেউ এসব প্রতারকের ফাঁদে পা দেবেন না।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেপ্তারকৃত ব্যক্তি নাম নাজমুল এহসান নাঈম (২০)। যিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ময়মনসিংহ সদর এলাকা থেকে জেলা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশনের সূত্র জানায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে যে ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অংশ পোস্ট করে প্রচারণা চালানো হচ্ছে।
পোস্টে দাবি করা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫–এর প্রশ্ন তাদের কাছে রয়েছে এবং অর্থের বিনিময়ে তা সরবরাহ করা হবে। প্রশ্নপত্র সংগ্রহে ইচ্ছুকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়।
প্রতারণার ফাঁদটি আরও স্পষ্ট হয়, যখন পোস্টে বলা হয়, ১২ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাওয়া যাবে। এর মধ্যে অগ্রিম ছয় হাজার টাকা প্রদান করতে হবে এবং পরীক্ষা শেষে বাকি টাকা দিতে হবে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত চালিয়ে ডিবি টিম প্রতারকের অবস্থান নিশ্চিত করে। এরপর ময়মনসিংহ সদর এলাকায় অভিযান চালিয়ে নাজমুল এহসান নাঈমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেন যে পোস্টে দেওয়া প্রশ্নপত্রের অংশটি সম্পূর্ণ ভুয়া। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই ছিল তাঁর উদ্দেশ্য।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি মিডিয়া) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কেউ এসব প্রতারকের ফাঁদে পা দেবেন না।’
কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, ‘আমি ৩০ বছর ধরে পরিতোষ কাকার কাছে চুল কাটি। উনার চুল কাটার সুনাম আছে। কখনো দেখিনি কারো কাছে উনি টাকা চেয়েছেন। টাকা দিলেও কাটে, না দিলেও কাটে। প্রবীন মানুষ। উনার কাছ থেকে চুল কাটা শিখে দেশের বিভিন্ন জায়গায় অনেকে সেলুন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।’
৩ মিনিট আগেফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
৮ মিনিট আগেনেত্রকোনার আটপাড়ায় সহকারী শিক্ষিকাকে শোকজ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর আলম বর্তমানে নেত্রকোনা সদর হাসপাতালে...
৩৫ মিনিট আগেনড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে নিজ ঘর থেকে দুই সন্তানের মা মাধবী বিশ্বাস (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর ওই নারীর স্বামী হীরামণ বিশ্বাস ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী পলাতক রয়েছেন।
১ ঘণ্টা আগে