সাবিনাদের অপেক্ষায় দেশ
সানজিদা আক্তারের এক ফেসবুক পোস্ট সারা দেশকে এমনই নাড়া দিয়ে গেছে যে, তাঁদের বরণ করে নিতে দ্রুতই প্রস্তুত করা হচ্ছে ছাদ খোলা দোতলা বাস। মেয়েরা যেন ঠিকঠাক হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাফুফে ভবনে পৌঁছাতে পারেন, বাসে একজন নয়, রাখা হচ্ছে দুজন চালক।