Ajker Patrika

ঋতুপর্ণা ও রূপনার পরিবারকে দেড় লাখ টাকা করে দিল রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৫৮
Thumbnail image

সাফ চ্যাম্পিয়ন দলের মিডফিল্ডার ঋতুপর্ণা ও গোলরক্ষক রূপনা চাকমার পরিবারের হাতে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা পুরস্কার তুলে দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে ঋতুপর্ণা ও রূপনার বাড়িতে গিয়ে তাঁদের মায়েদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় তাঁদের বাড়ির যাতায়াতের রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

রূপনার মায়ের হাতে চেক তুলে দিচ্ছেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমানআজ মঙ্গলবার বেলা ১টার দিকে জেলা প্রশাসক মিজানুর রহমান প্রথমে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বুয়ো আদামে রূপনাদের বাড়িতে যান। পরে সেখান থেকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়িতে ঋতুপর্ণাদের বাড়িতে যান জেলা প্রশাসক। এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুণ দেওয়ান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জেতে গোলাম রব্বানী ছোটনের দল। স্বপ্নের ফাইনালে প্রথম গোলটি শামসুন্নাহার জুনিয়রের। পরের দুই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান কৃষ্ণা রানী সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত