চিন্তার বোঝা মাথায় নিয়ে পুনেতে সাকিবরা
দুপুরের ফ্লাইট ধরতে চেন্নাই বিমানবন্দরে সাকিব আল হাসান ঢুকলেন হাসিমুখে। এক নিরাপত্তকর্মী তাঁকে যখন রুটিনকাজ হিসেবে ‘তল্লাশি’ করছেন, তখন আরেক নিরাপত্তাকর্মী এগিয়ে এসে করমর্দন করলেন, হয়তো দ্রুত ছেড়ে দেওয়ার তাগিদ দিলেন। যাওয়ার সময় সাকিব তাঁকে যেন কী বললেন, সেটা শুনে কঠিন চেহারার নিরাপত্তাকর্মী হেসেই বা