Ajker Patrika

সাকিবের দাবি, অন্য দলগুলো বাংলাদেশকে সহায়তা করছে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯: ৩১
সাকিবের দাবি, অন্য দলগুলো বাংলাদেশকে সহায়তা করছে

টানা তিন ম্যাচ হারায় সেমিফাইনালে খেলার স্বপ্নটা ফিকে হতে বসেছে বাংলাদেশের। চার ম্যাচের মধ্যে এখনো এক জয়। তবে হাতে-কলমে এখনো আশা টিকে আছে সাকিব আল হাসানদের। সেই আশাটাকে বাঁচিয়ে রাখতে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। 

এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। চোটের কারণে এর আগের ম্যাচের খেলতে পারেননি তিনি। ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিবও। তবে তাঁর ফেরার সম্ভাবনা বেশি। পুরোপুরি ফিট থাকলে খেলবেন জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। সঙ্গে এ-ও জানালেন, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে তাসকিনকে পাওয়া যাবে না। তবে পরের ম্যাচে এই পেসারকে পাওয়া যাবে। 

বিশ্বকাপে অন্য দলগুলো যখন বড় বড় স্কোর স্কোর করছে, সেখানে বাংলাদেশ ২৫০-এর বেশি করতে পারছে না। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগেও সেই কথা উঠে এলো গতকালকের সংবাদ সম্মেলনে। এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। তার মধ্যে একের পর এক হারে দলের অবস্থা শোচনীয়। তবে এরপরও আশাবাদী সাকিব। গতকাল এই বিষয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন, এখনো সম্ভাবনা আছে। আমি যেটা বুঝলাম, আমরা না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। এখনো ভালো সুযোগ আছে আমাদের। সুতরাং, এত তাড়াতাড়ি হতাশ হবেন না। টুর্নামেন্টের পর মনভরে হতাশ হইয়েন।’ 

বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সের বিষয়ে আরও কিছু কথা বলেছেন সাকিব। বড় দলগুলোর ভোগান্তি নিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা শেষ ম্যাচে দেখেছি, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই দলই ভুগেছে। আমাদের ক্ষেত্রেও যে খুব সহজ হবে তা না। কন্ডিশনটা একটু কঠিন আছে। এটা আসলে দুই দলের জন্যই একই অবস্থা আসলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত