Ajker Patrika

বারবার এগিয়ে আসতে হয় সাকিবকেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ধর্মশালায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা। রীতিমতো সেই চাপ এসে পড়ে মাঝের ওভারের বোলারদের কাঁধে। তবে অন্যরা যখন ব্যর্থ, তখন বারবার এগিয়ে এলেন সাকিবই। আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এর ব্যতিক্রম ঘটেনি। প্রেক্ষাপট আগের দুই ম্যাচের চেয়ে একটু ভিন্ন হলেও ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশ অধিনায়কই।

প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা ব্যর্থ হয়েছেন আফগানিস্তানের ওপেনিং জুটির ছেদ ধরাতে। ৯ম ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব।

দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও একই দৃশ্য দেখা গিয়েছিল। প্রথম উইকেট পেতে বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছিল ১৮তম ওভার পর্যন্ত। জনি বেয়ারস্টো ও বিধ্বংসী ডেভিড মালান ওপেনিং জুটিতে তুলেছিলেন ১১৫ রান। ১৮তম ওভারে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন সেই সাকিবই।

আজ একটু ব্যতিক্রম ছিল—ইনিংসের তৃতীয় ওভারেই মোস্তাফিজুর রহমান ভাঙেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। ৯ রানে ফেরান রাচিন রবিন্দ্রকে। এর পরে দ্বিতীয় উইকেট পেতে ২১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৫ বলে ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে।

২১তম ওভারের প্রথম বলেই কনওয়েকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিবই। ৪৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। এর পর অবশ্য আর উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফিফটি তুলে নিয়েছেন উইলিয়ামসন। এ প্রতিবেদন নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২.৪ ওভারে ২ উইকেটে ১৬০ রান। উইলিয়ামসন ৬৭ ও ড্যারিল মিচেল ৩০ রানে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত