এমপি রতনের সম্পত্তির পাহাড়, স্ত্রীর নামে জমি বেড়েছে ৩০০ গুণ
দেড় দশকে নিজের নামে ও দুই স্ত্রীর নামে নগদ, গয়না, বিনিয়োগ ও সঞ্চয়সহ অস্থাবর সম্পত্তির পাহাড় গড়েছেন মোয়াজ্জেম হোসেন রতন। এর মধ্যে নিজের নামে জমি কমলেও তাঁর স্ত্রীর নামে বেড়েছে প্রায় ৩০০ গুণ। ২০২৪ সালের ভোটে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান।