চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হলফনামানুযায়ী ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। স্থাবর-অস্থাবর মিলিয়ে তিনি ২৬ লাখ টাকার মালিক হলেও ৫০ লাখ টাকা ব্যাংকঋণ রয়েছে।
অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর হলফনামা অনুযায়ী, তিনি ৮ কোটি ১৪ লাখ টাকার মালিক। তাঁর স্ত্রীর রয়েছে ৩০ ভরি স্বর্ণ।
গতকাল সোমবার যাচাই-বাছাইয়ে ১০ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হলেন স্বতন্ত্র প্রার্থী চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন। বাকি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, তাঁর আয় ও সম্পদের চেয়ে ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ।
হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। তাঁর আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। এর মধ্যে আইন পেশা থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৫০ হাজার টাকা। নগদ আছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও মূল্যবান ধাতু ৫ লাখ, ইলেকট্রনিকস সামগ্রী ১ লাখ ৬০ হাজার এবং আসবাবপত্র ২০ হাজার টাকার। আর তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। এর মধ্যে পূবালী ব্যাংকে ৪০ লাখ এবং সাউথইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা।
বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী তাঁর আয় দেখিয়েছেন কৃষিজমি, ব্যবসা, দোকান ভাড়া ও সংসদ সদস্যের ভাতা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হলফনামানুযায়ী ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। স্থাবর-অস্থাবর মিলিয়ে তিনি ২৬ লাখ টাকার মালিক হলেও ৫০ লাখ টাকা ব্যাংকঋণ রয়েছে।
অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর হলফনামা অনুযায়ী, তিনি ৮ কোটি ১৪ লাখ টাকার মালিক। তাঁর স্ত্রীর রয়েছে ৩০ ভরি স্বর্ণ।
গতকাল সোমবার যাচাই-বাছাইয়ে ১০ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হলেন স্বতন্ত্র প্রার্থী চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন। বাকি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, তাঁর আয় ও সম্পদের চেয়ে ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ।
হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। তাঁর আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। এর মধ্যে আইন পেশা থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৫০ হাজার টাকা। নগদ আছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও মূল্যবান ধাতু ৫ লাখ, ইলেকট্রনিকস সামগ্রী ১ লাখ ৬০ হাজার এবং আসবাবপত্র ২০ হাজার টাকার। আর তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। এর মধ্যে পূবালী ব্যাংকে ৪০ লাখ এবং সাউথইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা।
বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী তাঁর আয় দেখিয়েছেন কৃষিজমি, ব্যবসা, দোকান ভাড়া ও সংসদ সদস্যের ভাতা।
গাজীপুরের শ্রীপুরে ফুটপাতের অস্থায়ী বাজারে খাজনা তোলাকে কেন্দ্র করে ইজারাদার ও হকারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া দেয় উভয় পক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে মাওনা চৌরাস্তা...
১১ মিনিট আগেবাংলাদেশ থেকে ২৭ জনকে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনার হোতা জাহিদ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫-এর একটি দল নওগাঁর রানীনগর উপজেলার সিংগারাপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেপ্তার করেছে।
১২ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে মাদক কারবার। ইয়াবা ও গাঁজার সহজলভ্যতা এবং প্রশাসনের ঢিলেঢালা নজরদারির ফলে কারবারিদের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর-তরুণেরা। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।
২৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকায় নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে