Ajker Patrika

ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে দ্বিগুণ 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৪
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে দ্বিগুণ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হলফনামানুযায়ী ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। স্থাবর-অস্থাবর মিলিয়ে তিনি ২৬ লাখ টাকার মালিক হলেও ৫০ লাখ টাকা ব্যাংকঋণ রয়েছে।

অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর হলফনামা অনুযায়ী, তিনি ৮ কোটি ১৪ লাখ টাকার মালিক। তাঁর স্ত্রীর রয়েছে ৩০ ভরি স্বর্ণ।

গতকাল সোমবার যাচাই-বাছাইয়ে ১০ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হলেন স্বতন্ত্র প্রার্থী চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন। বাকি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, তাঁর আয় ও সম্পদের চেয়ে ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ।

হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। তাঁর আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। এর মধ্যে আইন পেশা থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৫০ হাজার টাকা। নগদ আছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও মূল্যবান ধাতু ৫ লাখ, ইলেকট্রনিকস সামগ্রী ১ লাখ ৬০ হাজার এবং আসবাবপত্র ২০ হাজার টাকার। আর তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। এর মধ্যে পূবালী ব্যাংকে ৪০ লাখ এবং সাউথইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা।

বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী তাঁর আয় দেখিয়েছেন কৃষিজমি, ব্যবসা, দোকান ভাড়া ও সংসদ সদস্যের ভাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত