Ajker Patrika

দুটি করে অস্ত্র ও গাড়ি শামীম ওসমানের

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
দুটি করে অস্ত্র ও গাড়ি শামীম ওসমানের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে কমেছে তাঁর সম্পত্তি। নিজের পাশাপাশি স্ত্রীর সম্পদও কমে এসেছে। তবে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি। এর আগে ২০১৪ সালের চেয়ে ২০১৮ সালে সম্পত্তি বেড়েছিল তাঁর।

এ ছাড়া দুটি গাড়ি ও দুটি অস্ত্র রয়েছে শামীম ওসমানের। তাঁর নামে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা সংঘটনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মামলা ছিল মোট ১৭টি। এর মধ্যে তিনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ, চারটিতে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রত্যাহার ও বাকি ১০ মামলায় খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন।  
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, শামীম ওসমানের বর্তমান অস্থাবর সম্পত্তি ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৫৪৭ টাকার; যা ২০১৮ সালে ছিল ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৮৩৯ টাকা।

২০১৮ সালে ৫৬ লাখ টাকা মূল্যমানের টয়োটা ল্যান্ডক্রুজার ভি-৮ গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এর সঙ্গে এখন আরও যোগ হয়েছে ৮১ লাখ টাকা দামের টয়োটা ল্যান্ডক্রুজার। এ ছাড়া ৩৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল ছিল ২০১৮ সালে। এখন ১ লাখ ৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল এবং ১ লাখ ২০ হাজার টাকা দামের ২২ বোরের রাইফেল রয়েছে তাঁর।

২০১৮ সালের সঙ্গে ২০২৩ সালে শামীম ওসমানের ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার সম্পত্তি অপরিবর্তিত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত