সর্বজনীন পেনশন স্কিম: করছাড় নিয়ে বিভ্রান্তি
সর্বজনীন পেনশন স্কিমের চাঁদার বিপরীতে করছাড় পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আয়কর আইনে পেনশন স্কিমের চাঁদা কর অব্যাহতিপ্রাপ্ত কি না, তা উল্লেখ নেই। অন্যদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে এই চাঁদা করছাড়ের জন্য বিবেচিত। দুই আইনের দুই ধরনের অবস্থায় বিভ্রান্তিতে পড়েছেন করদাতারা।