পাঁচ দলের ছয় নাটক নিয়ে অপু আমান নাট্য আসর
প্রতিষ্ঠাতা অপু আমানকে স্মরণ করে ২০২২ সাল থেকে পথনাট্য আসরের আয়োজন করে আসছে অপেরা নাটকের দল। আগামীকাল মিরপুর ১০ নম্বর টাউন হল প্রাঙ্গণে (১০ নম্বর মেট্রো স্টেশনের পূর্ব পাশে) আয়োজন করা হয়েছে ‘অপু আমান নাট্য আসর ২০২৪’। এদিন প্রদর্শিত হবে আরণ্যক, প্রাচ্যনাট, বটতলা, থিয়েটার ৫২