একই জমিতে একাধিক ফসল আবাদ, সুযোগ বাড়তি আয়ের
বগুড়ার শিবগঞ্জে দুইতলা ও সাথি ফসল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। এতে করে একই জমিতে একসঙ্গে দুই প্রকারের ফসল আবাদে বাড়তি আয়ের সুযোগ হওয়ায় খুশি তাঁরা। কৃষি বিভাগ বলছে, জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং অধিক ফলনের জন্য সাথি ফসল, মিশ্র ফসল, রিলে ফসল ও আইল ফসল চাষে কাজ করছেন তাঁরা।