আমার প্রিয় শিক্ষক
কাজী কাদের নেওয়াজের লেখা ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতা থেকে শৈশবে শিক্ষকের মর্যাদা বুঝেছিলাম। মা-বাবা দুজনেই শিক্ষক হওয়ায় সেই উপলব্ধি কৈশোরে আরও গভীর হয়। আমার শিক্ষাজীবনে শিক্ষকেরা শুধু জ্ঞানই দেননি, দিয়েছেন জীবনবোধের পাঠও। আজ ৫ অক্টোবর, ইউনেসকো স্বীকৃত ‘বিশ্ব শিক্ষক দিবস’...