৪ ঘণ্টা মহাসড়ক ব্লকেড ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের, লাঠিপেটায় আহত ২০
আজ বুধবার দুপুরে বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচিতে এই লাঠিপেটা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন শাহবাজ আশরাফি, আয়নান চৌধুরী, সচেতন, অনুপম, বদর, মহিবুল্লাহ, আদিত্য কুণ্ডু, রাকিব মিয়া, মেহেদি হাসান, মাহবুব ও নয়ন।