শেষ মুহূর্তে ধান ঘরে তুলতে ব্যস্ত শান্তিগঞ্জের কৃষক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শেষ মুহূর্তে বোরো ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার নাগডোরা, দাউড়িকান্দি, দেখার হাওর, সাংহাইর হাওর, কাউয়াজুরী হাওর, জামখোলা হাওরসহ ছোট-বড় ২৩টি হাওরে ধান কাটা-মাড়াই করছেন কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা।