পুলিশ থাকতে র্যাব কেন: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি সরকার ২০০৬ সালে র্যাবের কার্যক্রম শুরু করেছিল। এবার র্যাব সংকট উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ থাকার পরও দেশে র্যাব থাকতে হবে কেন? র্যাবের বর্তমান যে কার্যকলাপ সে হিসেবে দেশে র্যাব থাকা উচিত না। র্যাবকে বন্ধ করে