Ajker Patrika

পরিকল্পনামন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ০৭
পরিকল্পনামন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি গতকাল শনিবার বেলা ১১টায় শান্তিগঞ্জে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের কাজ পরিদর্শন করেন। পরে সদর উপজেলার মদনপুর পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নির্মাণাধীন একাডেমিক ভবনের কাজ পরিদর্শনে যান। দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অবস্থায়ী ক্যাম্পাসে মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে পরিকল্পনামন্ত্রী শান্তিগঞ্জ উপজেলা, খাদ্য গুদাম, উপজেলা প্রশাসনিক ভবন ও শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন একান্ত সচিব মো. হারুন অর রশিদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনুজিত, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, মেডিকেল অফিসার ডা. জ্যোতি দাস, ডা. আয়শা ফারহানা, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত