Ajker Patrika

চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৪: ২২
চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পাশ্চিমপাড়া গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে চাচাতো ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা। নিহত নাজিবুল করিম (৩৫) ওই গ্রামের তখলিব উদ্দিনের ছেলে।

গতকাল রোববার সকালে এই ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বাঁশ কাটা নিয়ে গতকাল বীরগাঁও পাশ্চিমপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে সেফুল করিম (৩২) ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া ও কথা-কাটাকাটি হয় নাজিবুল করিমের।

একপর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় নাজিবুল করিমকে পিটিয়ে জখম করা হয়।

আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ আহমদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত