Ajker Patrika

ঝড়ে লন্ডভন্ড ৪০ ঘরবাড়ি

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
ঝড়ে লন্ডভন্ড ৪০ ঘরবাড়ি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে দরগাপুর গ্রামের প্রায় ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে ও উপড়ে পড়েছে ছোট-বড় গাছপালাসহ বিদ্যুতের খুঁটি। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার পরপরই ঘূর্ণিঝড় আঘাত হানে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন।

শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, উপজেলার দরগাপুর গ্রামের অধিকাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, ‘দরগাপুর গ্রামে অধিকাংশ পরিবার ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আশা করি, খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত