হেঁটে পদ্মা পাড়ি দেওয়ার ইচ্ছে তাঁর
রাতটা দেরিতে নামলেও ভোর হওয়ার সঙ্গেই সকাল শুরু হয় ফেরিঘাট এলাকাগুলোতে। পারাপারের জন্য যাত্রীদের আনাগোনা কেন্দ্র করেই ঘাট সংলগ্ন এলাকা থাকে সরব। চায়ের দোকান, খাবার হোটেল কিংবা ভ্রাম্যমাণ ডিম ও ঝাল মুড়ি বিক্রেতাদের ব্যস্ত সময় কাটাতে হয় অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে...