শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা নদীতে দুই ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন ১ পিকআপ চালক। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শরীয়তপুরের জাজিরার পাইনপারা চ্যানেলের মুখে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে মাঝিরঘাট থেকে সুফিয়া কামাল ফেরি পাইনপারা চ্যানেলের মুখে টার্নিং নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেগম রোকেয়া ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বেগম সুফিয়া কামাল ফেরিতে দাঁড়িয়ে থাকা খোকন শিকদার ফেরির ধাক্কায় ছিটকে পড়ে গাড়ির চাপায় নিহত হন। নিহত খোকন শিকদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার হারুন শিকদারের ছেলে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ছাড়া বেগম রোকেয়া ফেরিতে থাকা শামীম মোল্লা নামের এক পিকআপচালক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পিকআপের মালিক ও স্বজনেরা। দুর্ঘটনাকবলিত যাত্রী ও চালকদের অভিযোগ, চালকের অসাবধানতা এবং গাফিলতির কারণেই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় ফেরির অন্তত ৮টি যানবাহন।
দুর্ঘটনায় পিকাপচালকের নিখোঁজের সংবাদের খবর পেয়ে শরীয়তপুরের মাঝিরঘাটে ছুটে এসেছেন পিকআপের মালিক মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে বাসা বদলের মালামাল নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন মো. শামীম মোল্লা। দিবাগত রাত ৩টায় ফেরি দুর্ঘটনার পর তাঁকে খুঁজে পাচ্ছি না। তাঁর পরিবার দুশ্চিন্তায় রয়েছে। তাঁর সন্ধান পেতে সরকারের কাছে দাবি জানাই।’
নৌপথে ঢাকা থেকে খুলনা পুলিশ লাইনে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত মাইক্রোবাস চালক মো. আব্দুল হাকিম বলেন, ‘গাড়িতে বিশ্রামরত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। মুহূর্তের মধ্যেই আমার গাড়িটি পাশের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। গাড়িতে থাকা একজন যাত্রী আহত হয়েছেন। আমার গাড়িটির মারাত্মক ক্ষতি হয়েছে। এখন মালিককে কি জবাব দেব? আমাদের ক্ষতিপূরণ কে দেবে?’
বেগম রোকেয়া ফেরিতে থাকা যাত্রী আমির হোসেন বলেন, ‘দুর্ঘটনার সময় ফেরির সকল লাইট বন্ধ ছিল। দুই ফেরি মুখোমুখি হলেও কোনো ফেরিই সাইরেন বাজায়নি। বেগম রোকেয়া ফেরি এ সময় নদীতে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতেছিল। সম্ভবত ফেরির চালক ঘুমাচ্ছিলেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, বেগম সুফিয়া কামাল ফেরিটি মাঝিরকান্দি থেকে শিমুলিয়া আসছিল আর বেগম রোকেয়া ফেরিটি শিমুলিয়া থেকে মাঝিরকান্দি যাচ্ছিল। জাজিরায় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে দুই ফেরির সংঘর্ষ হয়। সে সময় বেগম সুফিয়া কামাল ফেরিতে দাঁড়িয়ে থাকা হারুন একটি গাড়ির চাপায় নিহত হন। দুই ফেরিতে থাকা কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মায় পানি বৃদ্ধির ফলে নদীর তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিসি।
পদ্মা নদীতে দুই ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন ১ পিকআপ চালক। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শরীয়তপুরের জাজিরার পাইনপারা চ্যানেলের মুখে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে মাঝিরঘাট থেকে সুফিয়া কামাল ফেরি পাইনপারা চ্যানেলের মুখে টার্নিং নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেগম রোকেয়া ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বেগম সুফিয়া কামাল ফেরিতে দাঁড়িয়ে থাকা খোকন শিকদার ফেরির ধাক্কায় ছিটকে পড়ে গাড়ির চাপায় নিহত হন। নিহত খোকন শিকদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার হারুন শিকদারের ছেলে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ছাড়া বেগম রোকেয়া ফেরিতে থাকা শামীম মোল্লা নামের এক পিকআপচালক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পিকআপের মালিক ও স্বজনেরা। দুর্ঘটনাকবলিত যাত্রী ও চালকদের অভিযোগ, চালকের অসাবধানতা এবং গাফিলতির কারণেই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় ফেরির অন্তত ৮টি যানবাহন।
দুর্ঘটনায় পিকাপচালকের নিখোঁজের সংবাদের খবর পেয়ে শরীয়তপুরের মাঝিরঘাটে ছুটে এসেছেন পিকআপের মালিক মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে বাসা বদলের মালামাল নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন মো. শামীম মোল্লা। দিবাগত রাত ৩টায় ফেরি দুর্ঘটনার পর তাঁকে খুঁজে পাচ্ছি না। তাঁর পরিবার দুশ্চিন্তায় রয়েছে। তাঁর সন্ধান পেতে সরকারের কাছে দাবি জানাই।’
নৌপথে ঢাকা থেকে খুলনা পুলিশ লাইনে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত মাইক্রোবাস চালক মো. আব্দুল হাকিম বলেন, ‘গাড়িতে বিশ্রামরত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। মুহূর্তের মধ্যেই আমার গাড়িটি পাশের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। গাড়িতে থাকা একজন যাত্রী আহত হয়েছেন। আমার গাড়িটির মারাত্মক ক্ষতি হয়েছে। এখন মালিককে কি জবাব দেব? আমাদের ক্ষতিপূরণ কে দেবে?’
বেগম রোকেয়া ফেরিতে থাকা যাত্রী আমির হোসেন বলেন, ‘দুর্ঘটনার সময় ফেরির সকল লাইট বন্ধ ছিল। দুই ফেরি মুখোমুখি হলেও কোনো ফেরিই সাইরেন বাজায়নি। বেগম রোকেয়া ফেরি এ সময় নদীতে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতেছিল। সম্ভবত ফেরির চালক ঘুমাচ্ছিলেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, বেগম সুফিয়া কামাল ফেরিটি মাঝিরকান্দি থেকে শিমুলিয়া আসছিল আর বেগম রোকেয়া ফেরিটি শিমুলিয়া থেকে মাঝিরকান্দি যাচ্ছিল। জাজিরায় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে দুই ফেরির সংঘর্ষ হয়। সে সময় বেগম সুফিয়া কামাল ফেরিতে দাঁড়িয়ে থাকা হারুন একটি গাড়ির চাপায় নিহত হন। দুই ফেরিতে থাকা কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মায় পানি বৃদ্ধির ফলে নদীর তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিসি।
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। আর শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে
৪ মিনিট আগেলক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এক নারী লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ২৩ জুলাই সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। আজ শুক্রবার সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। ফলে সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলছে জেলা প্রশাসন।
৯ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হঠাৎ ধসে পড়েছে। এতে পানিতে তলিয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে আশপাশের ১০ গ্রাম। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাঁধটির প্রায় ৫০ মিটার অংশ ভেঙে পড়ে। প্রবল পানির চাপে ধসে যায় বাঁধসংলগ্ন সড়ক, উপড়ে পড়ে গাছপালা, আর কৃষিজমির...
১১ মিনিট আগে