মোদি হাঁক দিলেই সাড়া দেয় বলিউড, এবার কি পরিবর্তনের ঢেউ
বলিউডের ব্লকবাস্টার সিনেমা থেকে আজকাল আর নৈতিক শিক্ষা নেওয়ার কিছু নেই। এখনকার সিনেমার কোনো নায়ক আর শ্রেণিসংগ্রাম বা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন না। সমসাময়িক নায়কেরা হয়ে থাকেন লাগামহীন পুঁজিবাদের সেবক, ফ্যাশনদুরস্ত ধনীর দুলাল, অথবা হিন্দু আধিপত্যবাদী মতাদর্শের পদলেহী সৈনিক, যার লড়াই হিন্দুত্বের পক্ষে