অ্যানথ্রাক্স শনাক্তে নাটোরে আইইডিসিআর বিশেষজ্ঞ দল
গত ৭ জুলাই অসুস্থ গবাদিপশুর মাংস নাড়াচাড়া ও খাওয়ায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগের সংক্রমণে ১০ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হয়। সন্দেহ করা হয়, আক্রান্ত দুলাল হোসেন (৫৫) নামে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৪ জুলাই রাতে মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ বলা হয়েছে মস্তিস্কে সংক্রমণ ও ক্ষতজনিত।