Ajker Patrika

উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন নিয়ন্ত্রণে, চলাচল স্বাভাবিক

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০৬
উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন নিয়ন্ত্রণে, চলাচল স্বাভাবিক

নাটোরের লালপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়া উদ্দিন মাহমুদ বলেন, ‘আজ সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। পৌনে ১১টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে লাইনে উঠলে হঠাৎ করে ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান রেলের কর্মচারী ও কর্মকর্তারা।

কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’ 

লালপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্টেশনমাস্টার আরও বলেন, অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। এ সময় স্টেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঈশ্বরদী থেকে অপর একটি ইঞ্জিন এনে যাত্রা শুরু করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত