Ajker Patrika

পানিসহ পেট্রল বিক্রির অপরাধে ৪৮ হাজার টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
পানিসহ পেট্রল বিক্রির অপরাধে ৪৮ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে ফিলিং স্টেশনে পানিসহ পেট্রল বিক্রির অভিযোগে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার সততা ফিলিং স্টেশনে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমাণ আদালত।

দেবাশীষ বসাক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা-পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে গোপালপুর পৌরসভার সততা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ফিলিং স্টেশনের ম্যানেজার সিদ্দিকুর রহমানের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” এর ৪৫ ধারা মোতাবেক ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

এ সময় ক্ষতিগ্রস্ত ক্রেতাদের অর্থ ফেরত দিতে এবং ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রেখে পানি অপসারণ করে তেল বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়। 

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, ‘ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত