‘কঠোর লকডাউনে’ থাকছে না মুভমেন্ট পাস
মুভমেন্ট পাস না থাকলে বিশেষ প্রয়োজনে কেউ কীভাবে বের হবে, সেই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। কিন্তু ধরেন, দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সেসময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যাবেন, সে ক্ষেত্রে বের হতে পারবেন।