Ajker Patrika

মাঠে সরকারের নির্দেশনার কোনো মিল নেই: ডা. নজরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২১, ২২: ৫২
মাঠে সরকারের নির্দেশনার কোনো মিল নেই: ডা. নজরুল

ঢাকা: লকডাউন নিয়ে সরকারের কাগজে–কলমে নির্দেশনার সঙ্গে মাঠে কোনো মিল নেই বলে জানিয়েছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
 
আজ সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক এ উপাচার্য আজকের পত্রিকাকে বলেন, 'বিধিনিষেধ, লকডাউন কিছুই তো বুঝতেছিনা। এখন তো বিধিনিষেধে গণপরিবহণ ছাড়া সবই খোলা, জুলাই মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত কঠোর লকডাউনে অফিস আদালতও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হচ্ছে লকডাউনে সেনাবাহিনী মাঠে থাকবে। আর্মি কী কাজ করবে সেটা কিন্তু বলেনি। এতোদিন যত লকডাউন হয়েছে চাপাইনবাগঞ্জের লকডাউন ছাড়া বাকিগুলো কার্যকর হয়নি। সঠিকভাবে লকডাউন করতে পারলে এর সুফল পাওয়া যেত। সরকার কাগজে–কলমে যে নির্দেশনা দিচ্ছে, মাঠে গেলে সরকারের নির্দেশনার কোন মিল পাওয়া যাচ্ছে না।'

ডা. নজরুল ইসলাম ১ থেকে ৭ জুলাইয়ের কঠোর লকডাউনের বিষয়ে বলেন, 'বিগত সময়ের লকডাউনের আলোকে এই লকডাউন কেমন হবে জানি না। তবে লকডাউন দেখার পরে হয়তো মূল্যায়ন করতে পারবো। লকডাউনের সময় হিসেবে সাত দিন অনেক কম হয়ে গেছে। ১৫ দিনের টানা লকডাউন দিলে ভালো ফল পাওয়া যেত। করোনা মোকাবিলায় সরকারকে আরও কৌশলী হতে হবে, লকডাউন আরও কঠোর ভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের ব্যক্তিগত সুরক্ষার ওপর জোর দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ ঠেকাতে হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত