নিজস্ব প্রতিবেদক
ঢাকা: লকডাউন আতঙ্কে দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সকল সূচক ব্যাপকভাবে কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে টাকার অঙ্কে আগের কর্মদিবসের তুলনায় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১৪.৪৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩০.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৭.৪৩ পয়েন্টে ও ২ হাজার ১৬৮.৬৩ পয়েন্টে।
রোববার ডিএসইতে ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪২ কোটি টাকা। ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৩০৬ টির, বেড়েছে ৫৪ টির এবং অপরিবর্তিত ছিল ১২ টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে রোববার লেনদেন শীর্ষস্থানে রয়েছে বেক্সিমকো। প্রতিষ্ঠানটির ১০৩ কোটি দুই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটির ৩৮ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া ৩৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে-কাট্টলী টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, আর্গন ডেনিম, কুইন সাউথ টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, মতিন স্পিনিং এবং লংকাবাংলা ফাইন্যান্স।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সোমবার থেকে ‘সীমিত লকডাউন’ এবং আগামী ১ জুলাই বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরের ঘোষণা দিয়েছে। বিনিয়োগকারীরা লকডাউনের সময় পুঁজিবাজার বন্ধ থাকা এবং অনিশ্চয়তার মধ্যে পড়ার আশঙ্কা করছেন। এ অবস্থায় বিনিয়োগকারীরা মূলত দাম কমার আতঙ্কে লকডাউনের আগে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে পুঁজিবাজারে ব্যাপক দরপতন ঘটেছে।
এদিকে, লকডাউনকালে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, বিনিয়োগকারীদের আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্যও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) ২১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে লেনেদন বেড়েছে ১২৬ কোটি টাকা। সিএসই’র প্রধান মূল্যসূচক সিএসইএক্স রোববার ১৭৮.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৪৪.৩৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫৯.৮৬ পয়েন্টে।
রোববার সিএসইতে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ২৪৪ টির, বেড়েছে ৫৪ টির এবং অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ঢাকা: লকডাউন আতঙ্কে দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সকল সূচক ব্যাপকভাবে কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে টাকার অঙ্কে আগের কর্মদিবসের তুলনায় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১৪.৪৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩০.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৭.৪৩ পয়েন্টে ও ২ হাজার ১৬৮.৬৩ পয়েন্টে।
রোববার ডিএসইতে ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪২ কোটি টাকা। ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৩০৬ টির, বেড়েছে ৫৪ টির এবং অপরিবর্তিত ছিল ১২ টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে রোববার লেনদেন শীর্ষস্থানে রয়েছে বেক্সিমকো। প্রতিষ্ঠানটির ১০৩ কোটি দুই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটির ৩৮ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া ৩৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে-কাট্টলী টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, আর্গন ডেনিম, কুইন সাউথ টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, মতিন স্পিনিং এবং লংকাবাংলা ফাইন্যান্স।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সোমবার থেকে ‘সীমিত লকডাউন’ এবং আগামী ১ জুলাই বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরের ঘোষণা দিয়েছে। বিনিয়োগকারীরা লকডাউনের সময় পুঁজিবাজার বন্ধ থাকা এবং অনিশ্চয়তার মধ্যে পড়ার আশঙ্কা করছেন। এ অবস্থায় বিনিয়োগকারীরা মূলত দাম কমার আতঙ্কে লকডাউনের আগে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে পুঁজিবাজারে ব্যাপক দরপতন ঘটেছে।
এদিকে, লকডাউনকালে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, বিনিয়োগকারীদের আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্যও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) ২১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে লেনেদন বেড়েছে ১২৬ কোটি টাকা। সিএসই’র প্রধান মূল্যসূচক সিএসইএক্স রোববার ১৭৮.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৪৪.৩৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫৯.৮৬ পয়েন্টে।
রোববার সিএসইতে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ২৪৪ টির, বেড়েছে ৫৪ টির এবং অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বেনাপোল কাস্টম হাউস থেকে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৩৭০ কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যা গত অর্থবছরের চাইতে ১ হাজার ৬৬৫ কোটা টাকা বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৭০৫ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ।
২ ঘণ্টা আগেআজ রোববার প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে ভারসাম্য রক্ষা ও বাংলাদেশকে অনুকূল অবস্থানে আনার লক্ষ্যে ২৫টি বোয়িং বিমানের অর্ডার, ৭ লাখ টন গম, এলএনজি, তুলা, ওষুধ, মূলধনী যন্ত্রপাতি, রাসায়নিক কাঁচামাল ও কৃষিজ পণ্য আমদানির ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক আবহ তৈরির চেষ্টায় নেমেছে ঢাকা।
৪ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় কারখানা বন্ধ ও বিক্রি কমে যাওয়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) মুনাফায় ধস নেমেছে। আগের বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মুনাফা কমে পাঁচ ভাগের এক
৫ ঘণ্টা আগে