‘বাইকটা না থাকলে আমগো অস্তিত্বই থাকত না’
করোনা মহামারি অনেক কিছুই বদলে দিয়েছে। মানুষ, মানুষের পেশা, এমনকি সম্পর্কও বদলে দিয়েছে। গোটা বিশ্বের মতো দেশের অর্থনীতির ওপরও পড়েছে নেতিবাচক প্রভাব। সাধারণ মানুষ অর্থনীতির এত হিসাবের দিকে নজর দেওয়ার সময় পান না। নিজের জীবনটা চালিয়ে নেওয়াই তাঁদের কাছে এক বড় চ্যালেঞ্জ