শ্রীপুর রেলস্টেশনে বিকল ট্রেন, রেলক্রসিং বন্ধ থাকায় দুর্ভোগ
গাজীপুরের শ্রীপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ব্রেক বিকল হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনের একটি লাইনে যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে, রেলক্রসিং বন্ধ থাকায় শ্রীপুর-মাওনা-গোসিংগা সড়কের দুই পাশে তীব্র যানজটে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।