Ajker Patrika

ট্রেনের ধাক্কায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৯: ৩০
ট্রেনের ধাক্কায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম মওলা সুমন (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে মহানগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মওলা সুমন মহানগরীর শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং বিকাশের ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

ওসি মহিউদ্দিন বলেন, ‘গোলাম মওলা সুমন মহানগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশে মোটরসাইকেলের ওপরে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন আরও বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত