ইচ্ছার কাছে প্রতিবন্ধিতার হার
রাস্তার পাশের ফুটপাতে পাটের বস্তা বিছিয়ে একটি বাক্স নিয়ে বসে আছেন শারীরিক প্রতিবন্ধী হরিপদ দাস। সঙ্গে রয়েছে সুই সুতা, চিমটে, নেহাই, কাঠের তক্তা, চামড়া, সুতা-চামড়া কাটার যন্ত্র আর রং (কালি)। জুতা সেলাইয়ের কাজ করেন তিনি। প্রায় ৫০ বছর ধরে এ পেশায় রয়েছেন। চারঘাট পৌর শহরের আড়ানী রোড এলাকায় প্রতিদিন সকাল