Ajker Patrika

শিক্ষকের বিরুদ্ধে রাস্তা বন্ধ করার অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯
শিক্ষকের বিরুদ্ধে  রাস্তা বন্ধ করার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ লাগিয়ে ও পিলার উঠেয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ দিয়ে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে শতাধিক পরিবার ভোগান্তিতে পড়েছে।

এ ঘটনায় মোকছেদুর রহমান দবি নামের এক ব্যক্তি গত রোববার রাতে চারজনের নাম উল্লেখ করে হাতীবান্ধায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে ৫ ডিসেম্বর সকালে উপজেলার পূর্ব সিন্দুর্ণা এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকার মৃত আলতাফ হোসেন খন্দকারের ছেলে ও লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলু, সহকারী শিক্ষক আতাউর রহমান বাদশা, বাদল খন্দকার এবং উল্যাস খন্দকার।

জানা গেছে, দবি ও অভিযুক্তদের বাড়ি পাশাপাশি। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এমনকি অভিযুক্তরা দবির জমির কিছু অংশ দখল করে আছেন। এই অবস্থায় গত ৫ ডিসেম্বর সকালে অভিযুক্তরা ওই জমির একটি আম গাছ কাটার জন্য ডালপালা কাটতে গেলে দবি বাধা দেন। এ সময় তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁরা দবির বাড়ির সামনে চলাচলের রাস্তায় পিলার উঠেয়ে ও গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দেন।

মোকছেদুর রহমান দবি বলেন, ‘ওরা আমার বাবার জমির কিছু অংশ দখল করে আছে। তারা সেই জমির গাছ কাটতে গেলে আমি বাধা দিই। এ সময় তাঁরা আমাকে মারধরের চেষ্টা করে। এমনকি আমার বাড়ির সামনের রাস্তায় গাছ লাগিয়ে ও পিলার দিয়ে বন্ধ করে দেয়।’

এ বিষয়ে জানতে লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলুর মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ওই প্রধান শিক্ষকের ছোট ভাই অপর অভিযুক্ত আতাউর রহমান বাদশা বলেন, ‘ওটা আমাদের ব্যক্তিগত রাস্তা, তাই খুঁটি ও গাছ লাগানো হয়েছে। কারণ এটা পুরোপুরিভাবে বন্ধ করে দেব।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপপরিদর্শক বজলুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যাদের বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ তাঁদের কারও দেখা পাইনি। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত