Ajker Patrika

স্বেচ্ছাশ্রমে তৈরি হলো গ্রামীণ রাস্তা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ০০
Thumbnail image

নরসিংদীর রায়পুরার স্বেচ্ছাশ্রমে একটি গ্রামীণ রাস্তা তৈরি করেছে স্থানীয় একদল যুবক। গতকাল শুক্রবার উপজেলার মহেশপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের দৌলতকান্দি মোড় থেকে ঘাগটিয়ার মানিকনগর আঞ্চলিক সড়কের ইছামদ্দি বাড়ির শেষ পর্যন্ত কাঁচা রাস্তা তৈরি করা হয়।

গতকাল সরেজমিনে দেখা যায়, এদল যুবক রাস্তা মেরামতের কাজ করছে। তাঁরা প্রায় আধা কিলোমিটার রাস্তায় মাটি ফেলে নতুন করে তৈরি করে। হয়। স্বেচ্ছা শ্রমে রাস্তা মেরামত করা যুবকেরা হলেন, ফজলু শিকদার, মগল শিকদার, আলমগীর শিকদার, গোলাপ শিকদার, চাঁন মিয়া, বজলু শিকদার, সেলিম শিকদার, বিল্লাল ,শফিকুল শিকদার, আসাদ মিয়া,ফেরোজ মিয়া, মো নুরুল্লাহ, জামাল শিকদার, রাসেল, সাকিব সিকদার প্রমুখ। তাঁরা স্থানীয় দান সংগঠনের স্বেচ্ছা সেবক।

দান সংগঠনের সদস্য আতাউর রহমান বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবকেরা প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা তৈরি করেছেন। অনেক দিন ধরে এই রাস্তার অভাবে বড় একটি বাড়ির প্রায় আড়াইশ মানুষের চলাচলের খুবই কস্ট হতো। এই রাস্তা তৈরী করার মাধ্যমে আড়াইশ মানুষের চলাচলের জীবন যাত্রার মান সহজ হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত